Logo
Logo
×

সারাদেশ

১৪ বছর সংসারের পর তালাক দিলেন স্ত্রী, চা বিক্রেতার দুধ দিয়ে গোসল

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:৫২ পিএম

১৪ বছর সংসারের পর তালাক দিলেন স্ত্রী, চা বিক্রেতার দুধ দিয়ে গোসল

নাটোরের নলডাঙ্গায় ১৪ বছর সংসার করার পর স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মণ্ডল (৩২) নামে এক চা বিক্রেতা। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার দুধ দিয়ে গোসল করার ঘটনা ঘটে।

শাকিল মণ্ডল নলডাঙ্গার পূর্ব মাধনগর এলাকার প্রয়াত আলাল মণ্ডলের ছেলে।

মাধনগর এলাকার বাসিন্দা মান্নান সরদার ও মুক্তা হোসেনসহ কয়েকজন জানান, শাকিল মণ্ডল ভালোবেসে একই এলাকার এক তরুণীকে বিয়ে করেন। তার ১৪ বছরের সংসারে অশান্তির কারণে ১ জুন স্ত্রী তাকে তালাক দেন।

এ ধরনের আচরণ এলাকায় খুবই বিরল, তাই আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বউ-শাশুড়ির এমন আচরণের কারণে মানসিকভাবে ভেঙে পড়া এই চা বিক্রেতা স্বাভাবিক জীবনে ফিরতে রোববার এক মণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছেন।

চা বিক্রেতা শাকিল মণ্ডল বলেন, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে যাবে; কিন্তু হঠাৎ করেই সে ডিভোর্স দিয়েছে। সবাইকে বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজখবর নিয়ে বিয়ে করার জন্য তিনি অনুরোধ জানান।

তিনি বলেন, তেমন কিছু নয়- মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম