ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা নগরীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও চারজন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার সকালে নগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়হান (১৬) ও জুয়েল বাবু। আর আহতরা হলেন- ইজিবাইকের চালক
কবির (৪৭), টিটু (২৬), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে
একটি বেপরোয়া গতির ট্রাক হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত
দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ব্যাটারিচালিত যানটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রায়হান। আহত হন ইজিবাইকে থাকা আরও পাঁচজন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যায়। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে
চিকিৎসাধীন সকাল ১১টার দিকে জুয়েল বাবুর মৃত্যু হয়। বর্তমানে বাকি চারজন হাসপাতালে
চিকিৎসাধীন।
