Logo
Logo
×

সারাদেশ

মাদকের কুফল নিয়ে বয়ান, ইমামকে মারধরের অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম

মাদকের কুফল নিয়ে বয়ান, ইমামকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি মসজিদে মাদকের কুফল নিয়ে বয়ান করার জেরে ইমামকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার থানায় মামলা করেছেন।

এ ঘটনায় রোববার দিবাগত রাতে পুলিশ দুইজনকে গ্রেফতার  করেছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন- সুলতানপুর গ্রামের মো. রায়হান (২০) এবং একই গ্রামের মো. জুলহাস (২২)।

হরিরামপুর থানা-পুলিশ এবং ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় আট মাস আগে হরিরামপুরের সুলতানপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন মুফতি মুহাম্মদ মিরাজুল ইসলাম। তার গ্রামের বাড়ি ফরিদপুর সদরের বড় কামদিয়া গ্রামে। তিনি সুলনতানপুর মধ্যপাড়া গ্রামে থাকতেন।

প্রতি শুক্রবার জুমার নামাজের আগে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতেন ইমাম মিরাজুল ইসলাম। মাঝে-মধ্যে মাদকের কুফল ও ভয়াবহতা নিয়েও বয়ান করেন তিনি। এতে স্থানীয় কতিপয় মাদকসেবী তার ওপর ক্ষুব্ধ হন। সম্প্রতি তিনি ওই মসজিদে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে ফরিদপুরে নিজ গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। পথে রায়হান ও জুলহাস তাকে মারধর করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় ওই দুই যুবক।

মুফতি মিরাজুল ইসলাম বলেন, শুক্রবার জুমার নামাজে খুতবার আগে মাদকের কুফল এবং ইসলাম ধর্মে মাদক ব্যবহারের শাস্তির বিষয়ে বয়ান করায় কয়েক মাস আগে থেকেই কতিপয় তরুণ তার ওপর ক্ষুব্ধ হন। এ বিষয়টি মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তিকে অবগত করেন। গত শুক্রবার তার ওই মসজিদে ইমামের দায়িত্ব পালনের শেষ দিন ছিল। বিষয়টি ওই দুই তরুণ আগে থেকেই নজরদারিতে রেখেছিল।

শুক্রবার বিকালে বাড়ি যাওয়ার সময় পথে তাকে মারধর ও কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খান বলেন, গ্রামের বাড়ি রওনা দেওয়ার পথে ইমাম মিরাজুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত ও তার কাছ থেকে নগদ টাকা নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছেন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। বিষয়টি আইনগতভাবে সুরাহা হবে বলে তিনি জানান।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বলেন, এ ঘটনায় রোববার মসজিদের ইমাম মিরাজুল ইসলাম দুই যুবককে আসামি করে থানায় মামলা করেছেন। তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম