Logo
Logo
×

সারাদেশ

নজরুল ইনস্টিটিউট চেষ্টা করছে ভালো কিছু করার: নির্বাহী পরিচালক

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:১০ পিএম

নজরুল ইনস্টিটিউট চেষ্টা করছে ভালো কিছু করার: নির্বাহী পরিচালক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট সবচেয়ে কম। অনেক কিছু করা দরকার। কিন্তু বাজেট কম থাকায় তা করা যাচ্ছে না। তবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আন্তরিকভাবে চেষ্টা করছে ভালো কিছু করার জন্য।

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট ও মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত 'দ্রোহ, প্রেম ও মানবতার নজরুল' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমীলা নজরুলের জন্মভিটা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে অবস্থিত। সেখানে স্মৃতিবিজড়িত এলাকা। 

সেখানে জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে নজরুল স্মৃতি ও গবেষণা কেন্দ্রের জন্য ২০২১ সালে প্রাক্কলিত ছয় কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়; কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় সেই কাজের বাস্তবায়ন হয়নি। 

নজরুল-প্রমীলা স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির কাছারি ঘর সংস্কার করে সংস্কৃতি ও সম্মেলন কেন্দ্র নির্মাণ, যমানা নদীর পাড়ে জমিদার বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র নির্মাণ, তালপুকুরসহ তেওতা জমিদার বাড়ির সংস্কার, সংরক্ষণ ও নিরাপত্তা বিধান, আরিচা-তেওতা সড়ক প্রশস্তকরণের দাবি রয়েছে। এসব বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় অবগত রয়েছে। আশা করি, পর্যায়ক্রমে এসব বাস্তবায়ন হবে।

তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। 

দেয়ালে দেয়ালে লেখা আছে কবির বাণী 'চির উন্নত মম শির'। বিশ্বের পাঁচটি কবিতার মধ্যে বিদ্রোহী কবিতার নাম থাকবে। তিনি বিশ্বব্যাপী কবি। অথচ তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়নি। 

এবার জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যেমে তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্রোহ, প্রেম ও মানবতার কবি নজরুলের চেতনাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কাজ করছে। 

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, বিশিষ্ট নজরুল গবেষক মোহাম্মদ জাকীর হোসেন। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক কেএম আল-আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের গবেষণা সচিব কাজী রফিকুল ইসলাম ও নজরুল-প্রমীলা পরিষদের সভাপতি এমএ মোন্নাফ খান। 

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম