‘খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপির বিকল্প নেই’
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম
সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে পথসভায় আখতার হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন জনগণের উদ্দেশে বলেছেন, খুনি হাসিনার বিচারসহ নতুন বাংলাদেশ গড়তে এবং সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই। তাই মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে জনগণ আমাদের পাশে থাকবে। রাষ্ট্রের উন্নয়নে আমরা কাজ করে যাব।
মঙ্গলবার (১ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর ফিহাদুর রহমান দিবস, সাদুল্লাপুর উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক, যুগ্ম সমন্বয়কারী, রায়হান মিয়া রাজু ও সোহেল মিয়াসহ অনেকে।
