Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতার মাকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম

আ.লীগ নেতার মাকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের কামাল কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগম উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানির মা। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে আছেন কামাল।

ভুক্তভোগীর আরেক ছেলে মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তার মা বসত ঘরে একা ছিলেন। ওই সময় আমি বাজারে ছিলেন ও আমার স্ত্রী চিকিৎসক দেখানোর জন্য বাড়ির বাহিরে গিয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাত থেকে আটজন দুর্বৃত্ত আমার বাড়িতে ঢুকে মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। এরপর তার দুটি কান ছিঁড়ে এবং শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পরে আমার ভাতিজা সালমান এসে দেখে তার দাদি রক্তাক্ত অবস্থায় ঘরের সামনের কক্ষে অচেতন হয়ে পড়ে আছে। তার চিৎকারে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

মাইন উদ্দিন বলেন, ‘এটি কোনো চুরির ঘটনা না। এটি দুর্ধর্ষ ডাকাতি।’

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই নারী সব সময় শরীরে স্বর্ণালংকার ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা লোককে চিনে ফেলায় তাকে গুরুতর জখম করা হয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম