Logo
Logo
×

সারাদেশ

স্বামীকে মারধর স্ত্রীকে ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

প্রতিবাদ সভায় দুপক্ষের সংঘর্ষ

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

স্বামীকে মারধর স্ত্রীকে ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে মারধর করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. রাসেল ও যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাতে আহতদের মধ্যে চারজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম শাকিল, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাব্বির তালুকদার, ছাত্রদল কর্মী মো. মেহেদী পাটওয়ারি ও মো. শামিম।

এ ঘটনায় নাজিম উদ্দিন নামের একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান।

অপরদিকে গত ২৯ জুন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ওই দিন ধর্ষকদের সহযোগী হিসেবে এক নারীকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুর ২টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে মামলার ৫ নম্বর আসামি মো. মানিককে (৩৫) আটক করেছে র্যাব। র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। এখন পর্যন্ত এ ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ধর্ষণে অভিযুক্ত শ্রমিক দল নেতা মো. ফরিদ উদ্দিন ও যুবদল কর্মী মো. আলাউদ্দিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শ্রমিক দল-ছাত্রদলের তিন নেতা বহিষ্কার: 

গত ২৯ জুন ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামী রাতভর মারধরের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। গত ১ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তজুমদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. রাসেল ও যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সজীবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের এদের সঙ্গে সাংগঠনিক কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে এদের দুইজনের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।

এর আগে ৩০ জুন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনকেও দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে উপজেলা শ্রমিক দল।

প্রতিবাদ সভায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ:

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার মোল্লার পুকুরপাড় এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আয়োজিত প্রতিবাদ সভায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম শাকিল অভিযোগ করেন, বিকালে তজুমদ্দিনে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মোল্লার পুকুর পাড় এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরু হওয়ার আগেই ধর্ষণ মামলার আসামি মো. ফরিদ, আলাউদ্দিনসহ আসামিদের নির্দেশে তাদের আত্মীয় স্বজনরা ও চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের উত্তর শাখার সভাপতি মো. নাজিম উদ্দিনসহ ৩০-৪০ জন পাইপ, লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে তাদের অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন তিনি।

তবে চাঁদপুর ইউনিয়নের উত্তর শাখার ছাত্রদল সভাপতি মো. নাজিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, তারাও ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে ফিরে যাওয়ার সময় ধর্ষকদের বাঁচাতে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম শাকিল, চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাব্বির তালুকদারসহ কয়েকজন তাদের লোকজনের ওপর হামলা চালান। এতে তাদের ১০ থেকে ১৫ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ফেসবুকে ধর্ষণের মিথ্যা ভিডিও ছড়িয়ে অপপ্রচার:

তজুমদ্দিন উপজেলায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকাল থেকে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে উলঙ্গ নারী-পুরুষ ও কিছু উত্তেজিত জনতাকে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয় সেটি তজুমদ্দিনের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার। তবে প্রথমে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। পরে সেটি পলাতক থাকা ভোলার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা তাদের ফেসবুকে শেয়ার করেন। তারাও দাবি করেন ভিডিওটি ভোলার।

তবে পুলিশ সুপার কার্যালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতর্ক করে জানানো হয়, বেশ কয়েকটি অনলাইন মাধ্যমে একটি এডিটেড ভিডিওকে ভোলা জেলার তজুমদ্দিন থানার ঘটনা বলে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ভোলা জেলার তজমুদ্দিন থানায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বাত খান জানান, ধর্ষণ মামলায় এক নারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় প্রতিবাদ সভায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে মো. নাজিম উদ্দিন নামে একজন ৬ জনের নামে থানায় একটি অভিযোগ দিয়েছে। আরেকটি পক্ষ মৌখিকভাবে জানালেও তারা লিখিত অভিযোগ দায়ের করবেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরের দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লার পুকুর এলাকায় স্বামীকে রাতভর মারধরের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামিকে করে তজুমদ্দিন থানায় একটি মামলা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম