নারী নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার, প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার তজুমদ্দিনে নারীনেত্রী নির্যাতনের অভিযোগে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সম্পাদক পদ থেকে ইব্রাহিম হাওরাদারের বহিষ্কার আদেশ প্রত্যাহার দাবিতে সোমবার বিক্ষোভ করেছে তার সমর্থকরা।
এতে বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সহসভাপতি কুট্টি মিয়া, সদস্য ফজলুল হক, যুবদল নেতা মোফাজ্জল হোসেন, নোমান পঞ্চায়েত, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবল মির্জা, সম্পাদক সবুজ তালুকদার প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, ইব্রাহিম হাওলাদার এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাই তার দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার করার দাবি জানান তারা। এর আগে গত ৪ জুলাই শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, নৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ইব্রাহিম হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তার সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়।
তার বিরুদ্ধ অভিযোগ ওঠে ১ জুন ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় এক নারী অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদ করেন।
এ সময় ইব্রাহিম হাওলাদারের নির্দেশে তার কয়েক কর্মী ওই নারীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে প্রকাশ্যে মারধর করে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
