Logo
Logo
×

সারাদেশ

নারী নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার, প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম

নারী নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার, প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

ভোলার তজুমদ্দিনে নারীনেত্রী নির্যাতনের অভিযোগে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সম্পাদক পদ থেকে ইব্রাহিম হাওরাদারের বহিষ্কার আদেশ প্রত্যাহার দাবিতে সোমবার বিক্ষোভ করেছে তার সমর্থকরা।

এতে বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সহসভাপতি কুট্টি মিয়া, সদস্য ফজলুল হক, যুবদল নেতা মোফাজ্জল হোসেন, নোমান পঞ্চায়েত, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবল মির্জা, সম্পাদক সবুজ তালুকদার প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ইব্রাহিম হাওলাদার এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাই তার দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার করার দাবি জানান তারা। এর আগে গত ৪ জুলাই শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক  চিঠিতে জানানো হয়, নৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ইব্রাহিম হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তার সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়।

তার বিরুদ্ধ অভিযোগ ওঠে ১ জুন ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় এক নারী অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদ করেন।

এ সময় ইব্রাহিম হাওলাদারের নির্দেশে তার কয়েক কর্মী ওই নারীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে প্রকাশ্যে মারধর করে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম