শ্রীনগরে জমজ দুই শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:৩৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে ফেলে সাত মাস বয়সী জমজ দুই শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে ঘটে মর্মান্তিক এ ঘটনা।
নিহত দুই শিশু হল—লামিয়া ও সামিহা। তারা ওই গ্রামের সোহাগ শেখ ও শান্তা বেগম দম্পতির কন্যা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৯টার দিকে কান্নাজড়িত কণ্ঠে সোহাগ শেখ প্রতিবেশীদের জানান, তার স্ত্রী শান্তা বেগম জমজ সন্তানদের পুকুরে ফেলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এক প্রতিবেশী যুবক পুকুরে নেমে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করেন। পরে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সোহাগ ও শান্তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হাসপাতাল থেকে শিশু দুটির মরদেহ থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাবা ও মাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
