Logo
Logo
×

সারাদেশ

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম

পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউপি সদস্য নিহত

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পর্শে ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক এমানীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে জামিলকুড়ি এলাকায় এসটিডাব্লিউ পাম্পের বিদ্যুৎ সংযোগ থেকে এ ঘটনা ঘটে।

পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য এবং সরিয়ালা গ্রামের কিনা সরকারের ছেলে নিহত এমদাদুল হক এমানী (৪৫)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, এমানীর নিজ মালিকানাধীন জামিলকুড়ি নামক স্থানে এসটিডাব্লিউ সেচপাম্পের মেইন সুইচে সমস্যা দেখা দেয়। সকাল ৯টার দিকে তিনি পাম্পের মেইন সুইচ বন্ধ না করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পোরশা থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হযেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম