ধুনটে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে ঘরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় আবু সাঈদ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, আবু সাঈদ বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের বকস্ মণ্ডলের ছেলে।
গত ২৭ জুন রাতে বাড়িতে স্বামী ছিল না। এ সুযোগে সাঈদ রাত ১টার দিকে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে। এরপর সে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। ঘুম থেকে জেগে গৃহবধূ চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় আবু সাঈদ পালিয়ে যায়। ৭ জুলাই সাঈদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা করেন গৃহবধূ।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, সোমবার রাতে জোড়শিমুল বাজার এলাকা থেকে আসামি আবু সাঈদকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
