Logo
Logo
×

সারাদেশ

প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম

প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রাজশাহীর গোদাগাড়ীতে মনিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিনগত রাতে আইহাই গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকালে নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

নিহত মনিরুল ইসলাম (৪৮) উপজেলার মোহনপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি ডেকোরেটর ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে জমিজমা বিক্রির কাজও করতেন বলে জানা গেছে।

মামলার অভিযোগে জানা গেছে, সোমবার দুপুরে মনিরুল ইসলাম ব্যক্তিগত কাজে চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরায় যান। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাগরাম মাঝি মোড়ে হাকিমের চায়ের দোকানে মোটরসাইকেল থামালে সেখানে ওতপেতে থাকা আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), আকবার আলী (২৮) বাবর আলী (১৯), মোহাম্মদ হানিফ (২৯) ও রমজান আলীসহ (২০) অজ্ঞাত আরও ৬ জন লোহার রড ও পাইপ নিয়ে মনিরুলকে চারদিক থেকে ঘিরে ধরে। দুর্বৃত্তরা মনিরুলকে বেদম মারপিট করে। একপর্যায়ে মনিরুল অচেতন হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায়।

এদিকে দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা মনিরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও অবস্থার অবনতি হলে গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক  মনিরুলকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মনিরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, নিহত মনিরুল ইসলাম এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে কিছুদিন আগে একটি মামলা করেছিলেন। আসামিরা সেই মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে চাপ দিয়ে যাচ্ছিল।  এ ঘটনার জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা  মনিরুলকে হত্যা করেছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছেন বলে দাবি করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম