পানিতে ফেলে যমজ শিশু হত্যা, মায়ের দায় স্বীকার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ মাসের যমজ সন্তানদের পুকুরের পানিতে ফেলে হত্যা করেছেন তাদের মা।
বুধবার বিকাল ৫টায় মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের ৭ মাসের যমজ দুই শিশুকন্যা লামিয়া ও সামিহা হত্যার দায় স্বীকার করেছেন মা শান্তা বেগম।
বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম মিয়া।
গত সোমবার রাত ৯টায় শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে ঘটে এ মর্মান্তিক হত্যাকাণ্ড। এক সময় যাদের হাসিতে মুখর ছিল পরিবারের সবাই। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস সেই শিশুদেরই নিথর দেহ বাড়ির পাশের পুকুরের পানি থেকে এলাকাবাসী উদ্ধার করেন। পরে ওই শিশুদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই রাতেই আটক করা হয় শিশুদের বাবা সোহাগ মিয়া এবং মা শান্তা বেগমকে। পুকুরে ফেলে নিজের যমজ দুই শিশুকন্যা লামিয়া ও সামিয়াকে হত্যা করেছেন বলে আদালতে জবানবন্দি দিয়েছেন শান্তা বেগম।
