Logo
Logo
×

সারাদেশ

পুলিশের বিরুদ্ধে অভিযোগ

ধর্ষণ ও নির্যাতনের বিচার চেয়ে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৩:২০ এএম

ধর্ষণ ও নির্যাতনের বিচার চেয়ে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরে থানার কনস্টেবল কর্তৃক ধর্ষণের বিচার চাওয়ায় পুলিশের হুমকিতে তিন শিশুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক গৃহবধূ। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের হলরুমে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী।

লিখিত অভিযোগে ওই গৃহবধূ উল্লেখ করেন, পারিবারিক একটি মামলার বিষয়ে সহযোগিতার অজুহাতে আলমডাঙ্গা থানার কনস্টেবল এনামুল হক আমার বাসায় আসেন। আমাকে তিনি বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর মধ্যরাতে তিনি আমার বাসায় এসে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা করতে গেলে ওসি (তদন্ত) আজগর আলী বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন। আমি চুয়াডাঙ্গার তৎকালীন জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে তিনি অভিযুক্ত এনামুলকে অন্যত্র বদলি করেন। কিন্তু ধর্ষণের মামলা নেননি।

এতে এনামুল ক্ষিপ্ত হয়ে ওসি আজগর আলীর সহযোগিতায় কতিপয় বখাটেকে (কথিত সোর্স) দিয়ে আমাকে হয়রানি করতে থাকেন। এনামুলের প্ররোচনায় পুলিশের স্থানীয় কথিত সোর্স গুরু দাশের ছেলে মঙ্গল, জাকারিয়ার ছেলে সাচ্চু, দিলীপ কুমারের ছেলে দিপু, গৌরের ছেলে রিপন সংঘবদ্ধভাবে চলতি বছরের ২৫ এপ্রিল আমার বাসায় ঢুকে আমাকে ধর্ষণ চেষ্টা চালায় এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে। 

এ ঘটনায় আমি চুয়াডাঙ্গা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করি। পরে আদালতের নির্দেশে ওই মামলা গত ১২ মে আলমডাঙ্গা থানায় নথিভুক্ত হয়। কিন্তু ওসি আজগরের প্রচ্ছন্ন সহযোগিতায় আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে নিতে আমাকে ওসি আজগরসহ আসামিরা অব্যাহতভাবে হুমকি দিচ্ছে। আমি তিনটি শিশু নিয়ে ভয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম