প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার তালতলীতে এক জেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, অভাবে তাড়নায় গাছে রশি বেঁধে আত্মহত্যা করেন ওই জেলে।
শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার উত্তর
সওদাগর পাড়া গ্রামের চুমাইস রাখাইন পল্লীর একটি রেনট্রি গাছ থেকে লাশটি উদ্ধার করা
হয়।
নিহত সিদ্দিকুর রহমান (৩৫) আমতলী উপজেলার
কুকুয়া ইউনিয়নের আমরাগাছিয়া গ্রামের মৃত আজাহার আলী মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, ফকিরঘাটের স্বপন ফকিরের
ট্রলারে কাজ করতেন সিদ্দিকুর। সাগরে মাছ ধরার সুবাদে দীর্ঘ কয়েক বছর যাবৎ তালতলী উপজেলার
উত্তর সওদাগর পাড়ার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন তিনি। অভাব-অনটন ছিল তার নিত্যসঙ্গী।
ঠিকমতো স্ত্রী ও দুই মেয়েকে খাবার দিতে না পারায় কষ্টে এবং হতাশায় আত্মহত্যার পথ বেছে
নেন তিনি।
সিদ্দিকের স্ত্রী মাসুমা বেগম বলেন, দীর্ঘদিন
ধরে সাগরে ইলিশ মাছ না থাকায় সে হতাশায় ভুগছিল। দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে গিয়ে
আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। চরম দারিদ্র্য, বেকারত্ব ও মানসিক চাপ থেকে মুক্তির পথ
না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।
তালতলী থানার ওসি মো. শাহ জালাল বলেন,
লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
