Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

Icon

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাসেল (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহতের খবর পাওয়া গেছে। 

শনিবার ভোরে সীমান্তের মিনাপুর বিওপির ৩৫৩ মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে।এখনো লাশ ফেরত দেয়নি বিএসএফ।

নিহত রাসেল হরিপুর উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দীনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, কিছুদিন আগে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান রাসেলসহ কয়েকজন।শুক্রবার রাতে বাড়ি ফেরার উদ্দেশে বাংলাদেশ সীমান্তের মিনাপুর বিওপির ৩৫৩ মেইন পিলারের কাছাকাছি আসেন তিনি।সেখানে সীমান্ত পারাপারের সময় বিএসএফ গুলি ছুঁড়লে ভারতের ভেতরে গুলিবিদ্ধ হন রাসেল।সেখানেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল ও হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম। 

কারিগাও কোম্পানির কমান্ডার সুবেদার আবু বক্কর বলেন, সীমান্তের ঘটনা আমরা শুনেছি, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম