Logo
Logo
×

সারাদেশ

নাতির ভাসমান লাশ দেখে দাদার মৃত্যু

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম

নাতির ভাসমান লাশ দেখে দাদার মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে নাতি সাব্বির রহমানের (১৫) লাশ পুকুরে ভাসতে দেখে গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন দাদা আছির উদ্দিন (৫৫)।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত সাব্বির রহমান নাকইল গ্রামের শামসুদ্দিনের ছেলে।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হন সাব্বির।রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।শনিবার সকালে সাব্বিরের দাদা গ্রামের পাশের পুকুরের দিকে গেলে নাতির লাশ পুকুরের পানিতে ভাসমান দেখতে পান।তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

এদিকে নাতির লাশ দেখে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দাদা। স্থানীয়রা তাকে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করে।কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম