স্মার্টফোন না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১১:২৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, স্মার্টফোন কিনে না দেওয়ায় অভিমানে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
শনিবার (১২ জুলাই) বিকালে উপজেলার কান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী নুর তাজ ওই গ্রামের দিনমজুর আজাদ মালিথার মেয়ে। তিনি স্থানীয় নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো।
নিহতের বাবা আজাদ মালিথা জানান, তার মেয়ে নুর তাজ বেশ কিছুদিন ধরে স্মার্ট ফোন নেওয়ার বায়না ধরে আসছিল। কিন্তু তার পক্ষে অত টাকার ফোন কিনে দেওয়া সম্ভব হয়নি। তাই সে অভিমানে আত্মহত্যা করেছে।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় স্কুলছাত্রীর
বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
