বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দশমিনায় দোয়া মাহফিল
দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৬ পিএম
ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সফল শিল্পোদ্যোক্তা ও জাতীয় উন্নয়নের অন্যতম কর্ণধার যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকালে উপজেলা সদরের থানার সামনের দশমিনা কাসেমুল উলূম
নূরানী মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন কাসেমুল উলূম নূরানী মাদরাসার পরিচালক মো. কবির
হোসেন জাহিদ, প্রধান শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মাওলানা আনসার
উদ্দিন, মাওলানা মো. ইমরান ও মাওলানা মো. হাচান প্রমুখ।
এ দোয়া মাহফিলের আয়োজন করেন যুগান্তর প্রতিনিধি মো. মামুন তানভীর ও রাকিব
হোসাইন।
