Logo
Logo
×

সারাদেশ

বাড়ির দরজার সামনে যুবকের লাশ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৬:৫৬ পিএম

বাড়ির দরজার সামনে যুবকের লাশ

বগুড়ার সারিয়াকান্দিতে সজীব মিয়া (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা গ্রামে বাড়ির দরজার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সজীব মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। শরিফ উদ্দিনের দুই ছেলে। বড় ছেলে গত ২০১৯ সালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সজীবের মা মিষ্টি খাতুন গত ২০১২ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। সজীব স্থানীয় ছাইহাটা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একটি বিষয়ে ফেল করেন।

স্বজনরা জানান, সজীব শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান। রোববার সকালে রাস্তার ধারে বাড়িতে প্রবেশ পথে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের চিৎকারে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ সজীব মিয়ার মরদেহ উদ্ধার করে।

সজীবের বাবা শরিফ উদ্দিন বলেন, পরিবারে অন্য কোনো সদস্য না থাকায় তারা বাবা ও ছেলে রান্নার কাজ করেন। শনিবার রাতে একসঙ্গে রান্না ও খাবার পর নিজ নিজ ঘরে ঘুমাতে যান। রাতে সে কখন ঘর থেকে বের হয়ে গেছে তা জানা নেই। ফজরের নামাজে যাওয়া লোকজনের ডাকে তার ঘুম ভাঙে। ঘুম থেকে জেগে দেখেন ঘরের ও বাড়ির দরজা খোলা। গেটের পাশে সজীবের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, মরদেহের কপালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম