|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে মিনু সরকার (২২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ধুনট থানায় মামলা করলে পুলিশ শনিবার রাতে একমাত্র আসামি মিনু সরকারকে গ্রেফতার করেছে।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, অভিযুক্ত মিনু সরকার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামের আবুল কালাম সরকারের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে পাশের বাড়ির এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রলোভনে মিনু সরকার বিভিন্ন সময় বাড়িতে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন।
সর্বশেষ গত ৭ জুন রাত ১০টার দিকে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে মিনু বাড়ির শয়ন ঘরে ঢুকে তাকে আবারও বিয়ের প্রলোভন দেন। এরপর তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে তরুণী বিয়ের কথা বললে মিনু সরকার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে নিরুপায় হয়ে তরুণী শনিবার রাতে ধুনট থানায় প্রেমিক মিনুর বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মিনু সরকারকে গ্রেফতার করেছে।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মণ্ডল জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার আসামিকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
