জয়পুরহাটের ৪ মাদ্রাসায় কেউ পাশ করেনি, ব্যাখ্যা তলব
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার ৪টি দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় একজনও পাশ করেনি। এসব মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় মোট ৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়।
এ মাদ্রাসাগুলো হলো- জেলার কালাই উপজেলার হারুঞ্জা ও পাঁচগ্রাম জান্নাতুন নুরী দাখিল মাদ্রাসা, ক্ষেতলালের সরাইল মোহাফেজিয়া মহিলা দাখিল মাদ্রাসা এবং আক্কেলপুর উপজেলার গনিপুর দাখিল মাদ্রাসা। এর মধ্যে গনিপুর ও পাঁচগ্রাম দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের দাখিল পরীক্ষায় গনিপুর মাদ্রাসার ২৪ জন, হারুঞ্জা মাদ্রাসা থেকে ৪ জন, পাঁচগ্রাম মাদ্রাসার ১৬ জন এবং ক্ষেতলাল মহিলা মাদ্রাসা থেকে ৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। যাদের সবাই পরীক্ষায় ফেল করে।
জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, ফলাফল বিপর্যয়ের ব্যাখ্যা চেয়ে রোববার ওই ৪ মাদ্রাসার সুপারদের কারণ দর্শাতে বলা হয়েছে এবং তাদের নিকট থেকে বিগত ৩ বছরের দাখিল পরীক্ষার ফলাফল শিটও চাওয়া হয়েছে। এবারের এ ফলাফল বিপর্যয়ের জন্য এ ৪টি মাদ্রাসার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
