আমেরিকা থেকে দেশে ফিরেই কেন্দ্রীয় আ.লীগ নেতা হিমু গ্রেফতার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর থানা আওয়ামী লীগের সম্মানিত সদস্য তারেক শামস খান হিমুকে (৬২) পুলিশ গ্রেফতার করেছে। আমেরিকা থেকে দেশে ফিরেই তিনি গ্রেফতার হয়েছেন।
সোমবার ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা তারেক শামস খান হিমু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) হয়ে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার, সংশোধন) আইনে নাগরপুর থানায় মামলা হয়। তিনি দীর্ঘ দিন ধরে গ্রেফতার এড়াতে আমেরিকায় আত্মগোপনে চলে যান। তিনি আমেরিকা থেকে সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নাগরপুর থানায় সংবাদ দেওয়া হয়।
নাগরপুর থানা পুলিশ তারেক শামস হিমুকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে বলে তিনি জানান।
