Logo
Logo
×

সারাদেশ

গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:০২ পিএম

গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

টাঙ্গাইলের সখীপুরে শাশুড়ির সঙ্গে রাগ করে রাতে বাবার বাড়ি যাওয়ার সময় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ওই গৃহবধূ নিজেই সোমবার (১৩ জুলাই) সকালে বাদী হয়ে তিনজনের নামে মামলা করলে সখীপুর থানা পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়মৌশা গ্রামের লিটন (৪০) ও গড়গোবিন্দপুর গ্রামের রফিক (৩৯)। আসামিদের সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামীর বাড়ি উপজেলার দেওবাড়ি গ্রামে। সেখানে শাশুড়ির সঙ্গে বিরোধ হলে গত ১১ জুলাই রাতে কাউকে কিছু না বলে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন গৃহবধূ। বাবার বাড়ি উপজেলার ছিলিমপুরে আসার পথে পথিমধ্যে রাতে বড় মৌশা বাজার এলাকায় পৌঁছলে গ্রেফতারকৃত আসামিরা তাকে ফুঁসলিয়ে ওই বাজারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তিনজনে মিলে গণধর্ষণ করে।

বিষয়টি কাউকে না জানাতেও হুমকি-ধমকি দেয় ধর্ষকরা। পরে গৃহবধূ পরিবারকে জানালে সোমবার মামলা করেন থানায়।

এ বিষয়ে মামলার আইও ও সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করতে সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনজার্জ আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামি গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম