গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল
গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর গলাচিপায় যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকীতে কুরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গলাচিপা পৌরসভার জৈনপুরী খানকা ও এতিমখানায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন গলাচিপা যুগান্তরের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন গলাচিপা দক্ষিণের যুগান্তর প্রতিনিধি সোহাগ রহমান। সকাল থেকেই এতিমখানার হাফেজ শিক্ষার্থীরা কুরআন খতমে অংশ নেন এবং বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন- গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিল্টন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আ. ছোবহান মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নেসার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জনকণ্ঠের প্রতিনিধি শংকর লাল দাশ, আনন্দ টিভির প্রতিনিধি সোহেল আরমান, জনবাণী পত্রিকার প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদার, গ্রীণ বাংলা টিভির প্রতিনিধি সুমন, নন্দিত টিভির প্রতিনিধি রইজ প্রমুখ।
কুরআন খতম শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কাজী মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন আলআকসা মসজিদের ইমাম মো. বদরুল ইসলাম বাদল প্রমুখ।
