Logo
Logo
×

সারাদেশ

নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম

নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির দুটি নাশকতার মামলায় গোলাম মুহিত চাঁন (৪২) নামে এক যুবলীগ নেতা ধরা পড়েছেন। পুলিশ সোমবার রাতে তাকে ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়ার বাড়ি থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গোলাম মুহিত চাঁন বগুড়ার ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ধুনট উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। গত ২০২৪ সালের ১২ নভেম্বর ও ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি গোলাম মুহিন চাঁনের বিরুদ্ধে পৃথক দুটি নাশকতার মামলা হয়েছে। এসব মামলায় ওয়ারেন্টমুলে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম