মুক্তিযুদ্ধ থেকে ফিরে অর্থনীতির যুদ্ধে নেমে পড়েন নুরুল ইসলাম
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার মনপুরায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জোহরবাদ উপজেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বধুকান্দি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মানছুর আহমেদ।
স্মরণসভায় যুগান্তর স্বজন সমাবেশের আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. ছালাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি সজিব মোল্লা, মনপুরা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মো. ছালাহ উদ্দিন, দৈনিক ভোলার বাণী সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মামুন, মনপুরা যুব রেডক্রিসেন্ট (সিপিপি) ডেপুটি টিম লিডার আল-আমিন, সাখাওয়াত মাতাব্বর ও মো. নান্নুসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে দেশকে স্বাধীনতা এনে দিয়ে ক্ষান্ত হননি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। নেমে পড়েন যুদ্ধবিধ্বস্ত দেশে ভঙ্গুর অর্থনীতির ভীত মজবুত করতে নতুন যুদ্ধে। এই নতুন অর্থনীতির ভিত মজবুতের যুদ্ধে তিনি দেশে গড়ে তোলেন একের পর এক শিল্প প্রতিষ্ঠান। সেই সমস্ত প্রতিষ্ঠানে লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেন। আজ স্বাধীন বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুতের পেছনের কারিগর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা আজীবন মনে রাখবেন দেশের জনগণ।
