খেলার সময় ড্রেনে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ তিন বছরের শিশু ফাইম বাবুর লাশ পাওয়া গেছে। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ছয় ঘণ্টা পর রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেছে।
শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর মাঝেও শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু ফাইম বাবু বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে সোহেল রানার ছেলে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় শিশু ফাইম বাড়ির পাশে ফাঁকা জায়গায় প্রতিবেশী শিশুর সঙ্গে পানিতে খেলছিল। একপর্যায়ে পা পিছলে সে একটি ড্রেনের পাইপে পড়ে যায়। গ্রামবাসী পাইপ তুলে ও আশপাশের ড্রেন এবং ডোবায় খোঁজাখুঁজি করলেও শিশুটির সন্ধান পাননি।
পরে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা ব্যর্থ হলে রাজশাহী থেকে আসা ডুবুরি দল দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে শিশু ফাইমের লাশ উদ্ধার করেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শিশু ফাইমের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
