পুলিশ পরিচয়ে ছিনতাইকালে যুবলীগ সদস্যকে গণধোলাই
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন রত্নপুর ইউনিয়ন যুবলীগ সদস্য রিপন মীর। আহত অবস্থায় ছিনতাইকারী রিপন মীরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্য চাষি সুশেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে মঙ্গলবার ভোর ৫টায় বাড়ি ফিরছিলেন। এ সময় গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী (বটতলা) নামক স্থানে গেলে পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসকে তল্লাশি করে মাছ বিক্রির ২১ হাজার ১শ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে।
এ সময় জয় বিশ্বাসের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে দুইজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারী ইউনিয়ন যুবলীগ সদস্য সৈয়দ আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশকে সংবাদ দেন।
পুলিশের এসআই নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এর পূর্বেও রিপন মীর পুলিশের কটি পরে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে বাইপাস সড়কে বসে রাজিহার গ্রামের মৎস্য ব্যবসায়ী শংকর হালদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল ও রোববার (১৩ জুলাই) সকালে বিল্ব গ্রামে বসে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার বিকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
