দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন নুরুল ইসলাম
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজীজ শাহীন।
যুগান্তর লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল প্রমুখ।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মোনাজাত পরিচালনা করেন লালমোহন প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মো. মাহবুব আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে নুরুল ইসলাম এ দেশে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এ রকম একজন শিল্পোদ্যোক্তা এদেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন। তিনি দেশের অনেক বড় বড় ব্যবসায়ীর মতো দেশের টাকা বিদেশে পাচার করেননি। দেশের টাকা দেশে রেখেই ব্যবসা পরিচালনা করেছেন। একই সঙ্গে একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। অদম্য সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।
বক্তারা আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
