আগৈলঝাড়ায় যমুনা গ্রুপ চেয়ারম্যানের স্মরণে সভা দোয়া-মিলাদ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মুত্যুবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া প্রেস ক্লাবের উদ্যোগে স্মরণসভা, দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আগৈলঝাড়া প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক শাহ মোহাাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, কেএম আজাদ রহমান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, স্বপন দাস প্রমুখ।
পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আব্দুল রহমান।
