Logo
Logo
×

সারাদেশ

ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০০ পিএম

ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন

বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে ভোলা সদরে মিছিল ও বিশাল শোডাউন করেছেন দলের নেতাকর্মীরা। 

এ সময় শহরে যৌথ বাহিনীর টহল ও মহড়া দেখা যায়। দুটি প্রোগ্রামই শান্তিপূর্ণভাবে শেষ হয় বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল বলেন, ১৫ বছর দেশে গণতন্ত্র ছিল না। ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবে না। দেশের জনগণ ভোট দিতে চায়। তাই ভোটাধিকার ফিরিয়ে আনবে দেশের জনগণই। 

স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠান শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্মআহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক লুকু, হারুন অর রশিদ সুমন, এমদাদ হোসেন, কামাল মোল্লা, কামাল পাশা, স্বপন গোলদাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

এর আগে জেলা ছাত্রদলের পক্ষ থেকেও পৃথক বিক্ষোভ মিছিল করা হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম