Logo
Logo
×

সারাদেশ

মধুপুরে নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৬ পিএম

মধুপুরে নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

টাঙ্গাইলের মধুপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর পৌর শহরের সাথী মোড়ের হাতেম আলী মার্কেটের দ্বিতীয়তলায় অনলাইন নিউজ পোর্টাল শালবনবার্তা২৪.কম কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ মধুপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি এসএম শহীদ। বক্তব্য দেন- স্বজন সদস্য ও লেখক  বদিউজ্জমান বুলবুল, রায়হান সজীব,আশরাফুল ইসলাম মারুফ, আফজাল হোসেন।

উপস্থিত ছিলেন- মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক ও প্রাবন্ধিক আলকামা সিকদার, সাবেক সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, সাংবাদিক আকবর হোসেন, জুয়েল, শালবনবার্তা২৪.কমের আরশেদ আলম, ফলদ বাংলাদেশ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলার সমন্বয়ক রাতুল মুন্সি, প্রবীণ সাংস্কৃতিককর্মী ও সাবেক শিক্ষক দীপক কর্মকার,নির্মল দে সরকার, ব্যবসায়ী এরশাদ হোসেন রাশেদ, সাইফুল ইসলাম ফারুক।

অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া হয়। দোয়া পরিচালনা করেন আবুবকর সিদ্দিক হাক্কানি।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম