যশোরে জুলাই শহীদ দিবসের আলোচনায় বক্তারা
বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
যশোর ব্যুরো
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতিবাদ-আন্দোলন সবই করতে হবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা বলেন, ফ্যাসিবাদপরবর্তী বাংলাদেশে আমরা সবাই এখন কথা বলতে পারছি। সবাইকে কথা বলতে দিতে হবে। গণতন্ত্রে বিশ্বাস করব, পরমতসহিষ্ণু হবো না-তা হতে পারে না।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা যা যা করেছে, সেগুলো না করাই ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের মূল স্পিরিট।
বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, সাংবাদিক গবেষক বেনজীন খান, জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক বোরহান উদ্দীন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আল মামুন লিখন প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
