মহাদেবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার (১৬ জুলাই) রাতে একটি মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে দুজনকে।
মামলার আসামিরা হলেন- উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে
রিফাত হোসেন (২৪) ও একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে ধানী ওরফে দানেস (৫০)।
ধর্ষণের ঘটনাটি গত ১২ জুলাই দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর
গ্রামে ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে নুডলস কেনার জন্য
গ্রামের প্রাথমিক বিদ্যালয় মোড়ের একটি দোকানে যায় ওই স্কুলছাত্রী। সেখানে যাওয়ার সময় বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে
থেকেই ওঁৎপেতে থাকা রিফাত ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াস
ব্লকের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। সেখানে ধানী নামের এক ব্যক্তি বাইরে
থেকে ধর্ষককে সহায়তা করছিলেন।
ভুক্তভোগীর মা জানান, মেয়ে দোকান থেকে নুডলস না কিনে বাড়ি ফিরে অসুস্থ
অবস্থায় শুয়ে পড়ে। পরে তাকে ধর্ষণের ঘটনাটি বলে। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় বলেও জানান তিনি।
ভুক্তভোগী স্কুলছাত্রী বলেন, ‘জোরপূর্বক ওয়াসব্লকের ভেতরে নিয়ে আমার
ছোটভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়ে রিফাত আমার সঙ্গে খারাপ কাজ করেছে। এ সময় সেখানে
ধানী নামের এক ব্যক্তি বাইরে পাহারা দিচ্ছিল’। ঘটনাটি প্রকাশ করলে রিফাত তার বাবাকেও
হত্যা করবে বলে হুমকি দেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত হোসেন পলাতক।
মামলার বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, ‘আসামিদের
গ্রেফতারের চেষ্টা চলছে।’
