জুলাই শহীদ দিবসে পতাকা অর্ধনমিত না করায় প্রধান শিক্ষককে শোকজ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বুধবার জুলাই শহীদ দিবসে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার (১৭ জুলাই) এ নোটিশ প্রদান করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস স্বাক্ষরিত কারণ দর্শানো পত্রে বলা হয়েছে- সরকারি নির্দেশনার আলোকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার সব সরকারি-বেসরকারি অফিস ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত নিদের্শনাপত্র যথাসময়ে ওই প্রধান শিক্ষককে পাঠানো হয়; কিন্তু এই প্রধান শিক্ষক সরকারি নির্দেশনা উপেক্ষা করে বুধবার তার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করেননি। এজন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে তাকে ৩ দিন সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বুধবার তিনি স্কুলে যাওয়ার আগেই তার সহকারী শিক্ষকরা সরকারি নির্দেশনা না জেনে জাতীয় পতাকা প্রতিদিনের মতো উত্তোলন করেন। পরে তিনি স্কুলে গিয়ে আবার পতাকা অর্ধনমিতকরণের ব্যবস্থা নেন; কিন্তু এই সময়ের মধ্যে স্থানীয় কিছু ছাত্র পতাকা দণ্ডের ছবি তুলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছেন। ফলে তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।
