Logo
Logo
×

সারাদেশ

কনস্টেবলকে চড়-থাপ্পড়ের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম

কনস্টেবলকে চড়-থাপ্পড়ের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

নওগাঁয় এক পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারার অভিযোগে বিএনপির এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত মামুনুর রহমান নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ভুক্তভোগী পুলিশ কনস্টেবলের নাম আমিনুল ইসলাম। তিনি সদর ট্রাফিক বিভাগে কর্মরত।

গত মঙ্গলবার রাতে আমিনুল ইসলাম নিজেই বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা করেন। মামলায় মামুনুর রহমান রিপনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আমিনুল। ওই সময় জেলা ছাত্রদলের একটি মিছিল ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একই সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামেন মামুনুর রহমান।

যানজট সৃষ্টি হওয়ায় কনস্টেবল আমিনুল রিকশাচালককে সরে যেতে বললে মামুনুর রহমান ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং আমিনুল ইসলামকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন। তার সঙ্গে থাকা আরও সাত থেকে আটজন যুবকও কনস্টেবলকে লাঞ্ছিত করেন। পাশাপাশি আওয়ামী দোসর ট্যাগ দিয়ে কনস্টেবল আমিনুল ইসলামকে নওগাঁ ছাড়া করার হুমকি দেন। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আমিনুল ইসলাম বলেন, রিকশাচালককে সরে যেতে বলায় মামুনুর রহমান আমাকে গালিগালাজ করেন। আমার দুই গালে একাধিকবার চড়-থাপ্পড় মারেন এবং বাড়ি কোথায় জানতে চান। ঘটনার ভিডিও মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত করেছি।

অভিযোগের বিষয়ে জানতে মামুনুর রহমান রিপনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন বলেন, তার (রিপনের) এমন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম