Logo
Logo
×

সারাদেশ

কাপাসিয়ায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৫২ পিএম

কাপাসিয়ায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় কুরআন খতম, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ আসর কাপাসিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

যুগান্তর পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি মো. খোরশেদ আলমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা।

এ সময় বক্তব্য রাখেন- জেলা ও উপজেলা বিএনপির সদস্য, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুম সরকার, সম্রাট পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার, সাংবাদিক শেখ সফিউদ্দিন জিন্নাহ, হাজী সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান শিপন, দিল আফরোজা প্রমুখ।

আলোচনা শেষে মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম