Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের জন্য গুরুদাসপুরে দোয়া মাহফিল

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম

নুরুল ইসলামের জন্য গুরুদাসপুরে দোয়া মাহফিল

ছবি: যুগান্তর

নাটোরের গুরুদাসপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা পৌর সদরের নারি বাড়ী কবরস্থান জান্নাতুল বাকি কওমি ও হাফিজিয়া মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বজন সমাবেশের আয়োজনে যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম দুদু।

বক্তব্য রাখেন- বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, স্বজন সমাবেশের আহ্বায়ক, বেসরকারি শিক্ষক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নাটোর জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান, নারি বাড়ী কবরস্থান জান্নাতুল বাকি কওমি ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন সফল শিল্প-উদ্যোক্তা। এ নাম সারা বিশ্বে ছড়িয়েছে। তিনি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম