Logo
Logo
×

সারাদেশ

শহীদ ফারহান ফাইয়াজের ১ম শাহাদাতবার্ষিকী পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৫১ এএম

শহীদ ফারহান ফাইয়াজের ১ম শাহাদাতবার্ষিকী পালিত

জুলাই বিপ্লব–২৪ এর বীর শহীদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র ফারহান ফাইয়াজের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার সকালে ফারহানের নিজ এলাকায় বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামফলক উন্মোচন করা হয়। বিদ্যালয়টির নতুন নামকরণ হয় ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচন করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা। পরে তারাবো পৌর অডিটরিয়ামে আয়োজিত দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

সভার শুরুতেই ‘জুলাই বিপ্লবের’ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের মাসুদ রানা বলেন, ফারহান ফাইয়াজসহ যেসব তরুণ তাদের রক্ত দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিয়েছেন, তারা আজকের নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন। একটি শিক্ষার্থী হিসেবে ফারহানের এই আত্মত্যাগ আমাদের জন্য গর্বের এবং আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।

তিনি আরও বলেন, এই স্বপ্নের বাংলাদেশ গড়তে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্ম শহীদ ফারহানের আদর্শ অনুসরণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, শহীদ ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

অনুষ্ঠানের আগে সবাই শহীদ ফারহানের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফারহান ছিলেন একজন প্রতিশ্রুতিশীল ছাত্র। তার মধ্যে দেশপ্রেম, সাহস ও আদর্শের উজ্জ্বল প্রতিফলন ছিল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে গিয়ে তার আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে শহীদ ফারহানের জীবনী তুলে ধরা হয় এবং তার স্মরণে একটি স্মারকচিত্র প্রদর্শিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে নিয়ে কবিতা ও সংগীত পরিবেশন করে।

শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম