Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় দোয়া মাহফিল

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০১:০০ এএম

নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় দোয়া মাহফিল

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তর ও যমুনার টেলিভিশনের মালিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় দোয়া মাহফিল হয়েছে।

শুক্রবার বাদজুমা ও বাদমাগরিব  উত্তরবঙ্গের বৃহত্তম মসজিদ চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদে (চাঁপা মসজিদ) এই দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় এবং তার পরিবার ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় দোয়া পরিচালনা ও বিশেষ মোনাজাত করেন চাঁপা মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ড. মো. আব্দুল্লাহ আল মামুন কাশেমী।

এ সময় দোয়ায় অংশ নেন- ইমাম মো. আব্দুল হান্নান, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (মোতায়াল্লি) মো. হারুন অর রশিদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও মসজিদ কমিটির নির্বাহী সদস্য আখতারুজ্জামান আখতার, বিআরডিবির সাবেক উপপরিচালক মো. শফিউদ্দিন মিয়া, মো. আবুল হোসেন, মোফাখ্খারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শেখ মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. কুতুব উদ্দিন প্রমুখ।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম