যমুনা গ্রুপ চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে কালাইয়ে দোয়া মাহফিল
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০১:১৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জয়পুরহাটের কালাই উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার স্মৃতিকে হৃদয়ে ধারণ করে কালাই প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ারের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন- কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই থানার ওসি জাহিদ হোসেন, কালাই বালিকা স্কুলের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, কালাই পৌরসভা লাইসেন্স পরিদর্শক মোস্তাকের রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার ডলার, সিনিয়র সহ-সভাপতি কাজি তানভিরুল ইসলাম রিগ্যানসহ প্রেস ক্লাবের অন্য সদস্যরা।
আলোচনা সভায় নুরুল ইসলামের সংগ্রামী জীবন, তার দেশপ্রেম, শিল্প ও গণমাধ্যমে অবদান এবং মানবিক মূল্যবোধ নিয়ে বক্তারা আলোচনা করেন।
বক্তারা বলেন, তিনি শুধু একজন সফল উদ্যোক্তা ছিলেন না, ছিলেন একজন আলোকবর্তিকা; যার আদর্শ আজও অনুপ্রেরণা হয়ে আছে হাজারও মানুষের হৃদয়ে।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালাই আন-নাজাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কালাই কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ আলী জিন্না। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন।
