চেয়ারম্যানসহ আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা কারাগারে
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০১:১৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠায় পুলিশ। ভোররাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানত উল্লা আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।
পুলিশ জানায়, গত বছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে। আটকদের আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়েছে।
