বিএনপি নেতার ভাগ্নে খুন, ২২ জনের বিরুদ্ধে মামলা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১০:৩৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি নেতার ভাগ্নেকে পূর্ব বিরোধের জেরে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত মঞ্জুর মোর্শেদ মুবিন (২৪) মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে।
নিহত মুবিন উপজেলা বণিক সমিটির সভাপতি ছিলেন। তিনি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা পল্লী চিকিৎসক ইদ্রিস আলী মহারাজের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মিনহাজুল আবেদীন মুহিত বাদী হয়ে শনিবার (১৯ জুলাই) দুপুরে ১২ জন নামীয় এবং অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে এ মামলার সাক্ষী টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের ছেলে সাজিদ জমাদ্দারকে গত ১৬ জুলাই বুধবার বিকেলে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের সনি র্যাংগস শোরুম এলাকা থেকে তানভীর ও রিফাত হোসেন মোটর সাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় মঞ্জুর মোর্শেদ মুবিনকে ফোন দেওয়া হলে মুবিন ঘটনাস্থলে এসে এ ঘটনার প্রতিবাদ করে। বাগ-বিতাণ্ডার এক পর্যায় মুবিন ও তার সঙ্গে থাকা তামীম হোসেনকে (২৩) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রফিকুল ইসলাম রনি ও তার সহযোগীরা পালিয়ে যায়।
স্বজনরা আহত মুবিন ও তামীমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেকে ১৭ ঘণ্টা চিকিৎসার পর ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে মুবিনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে ১৮ জুলাই রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের নানা বাড়িতে মুবিনের লাশ দাফন করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার বলেন, আসামি গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, প্রধান আসামি রফিকুল ইসলাম রনি আরেক হত্যা মামলার আসামি।
