Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নারী সাংবাদিক গ্রেফতার

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:০১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নারী সাংবাদিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নারী সাংবাদিক ও ব্যবসায়ী সাবিনা ইয়াসমিন পুতুলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায়  হওয়া মামলায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।  তবে, বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পুতুল।

গ্রেফতার হওয়া পুতুল ‘ভোরের সময়’ নামক পত্রিকার নবীনগর প্রতিনিধি হিসেবে কাজ করেন। স্থানীয়দের মতে, একসময় আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত থাকলেও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে সরকারের সমালোচক হয়ে ওঠেন তিনি।

এদিকে, পুতুলের গ্রেফতারের ঘটনায় খুশি বিএনপির নেতাকর্মীরা।  তার মুক্তির পরিবর্তে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ফটকে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  তাদের অভিযোগ, পুতুল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির নেতাদের, বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট ও অপপ্রচার চালিয়ে আসছিলেন।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট উপজেলার শিবপুর এলাকায় অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুতুলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম