Logo
Logo
×

সারাদেশ

পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে গিয়ে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে গিয়ে পদ্মায় ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় গোসল করতে নেমে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু উত্তর উজিরপুর মাঝাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১০)।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে মাঝাপাড়া পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর একটি অংশে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে নামে ওই দুই শিশু। একপর্যায়ে পদ্মা নদীর উত্তাল ঢেউয়ে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুইজনকে মৃত অবস্থা উদ্ধার করেন পরিবাবের সদস্যরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, পদ্মা নদী অনেক উত্তাল ও বিপজ্জনক। এর মধ্যে দুই শিশু পরিবারের সঙ্গে গোসল করতে নেমেছিল। মৃত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম