কর্ম ও কীর্তিতে অম্লান নুরুল ইসলাম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকালে উপজেলার গাউছিয়া খানকা শরীফে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা এই স্বপ্ন-সারথির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, কর্ম ও কীর্তিতে অম্লান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি শুধু একজন অকুতোভয় যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন স্বচ্ছ, পরিপাটি ও সাদা মনের মানুষ। তার হৃদয়ে ছিল দেশ ও মানুষের জন্য অকৃত্রিম ভালোবাসা।
বক্তারা বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি ইলেকট্রনিক্স, পোশাক শিল্প, আবাসনসহ ৪২টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন, যা গণমাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
আসরের নামাজ শেষে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মুসা, নবীনগর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা মো. আবু কামাল খন্দকার, গাউছিয়া খানকা শরিফের প্রতিষ্ঠাতা মো. খলিলুর রহমান এবং হযরত আমেনা (রা.) আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন।
আরও উপস্থিত ছিলেন- কালবেলা উপজেলা প্রতিনিধি শাহিনুর খান আলমগীর, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি জামাল হোসেন পান্না, দৈনিক যুগান্তরের নবীনগর উপজেলা প্রতিনিধি মো. সাফিউল আলম, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মো. খাইরুল এনাম, সময়ের আলোর উপজেলা প্রতিনিধি মো. আলমগীর খন্দকার, দৈনিক শিরোমনির উপজেলা প্রতিনিধি আলামিন, মো. মাসুকুল আলম ও মাহবুবুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্মরণসভা শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম। পরে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
