Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলাম স্মরণে গাইবান্ধায় দোয়া মাহফিল

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৭:৫৭ পিএম

নুরুল ইসলাম স্মরণে গাইবান্ধায় দোয়া মাহফিল

ছবি: যুগান্তর

যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি বাজারে নাসিরিয়া হিফজুল কুরান নুরানি মডেল মাদ্রাসায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল। পরে মরহুমের জীবনের সফলতা নিয়ে আলোচনা করেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা, সাংবাদিক লক্ষণ রায়, সাংবাদিক আতিকুর রহমান আতিকসহ অন্যরা।

বক্তারা বলেন, একজন উদারমনা শিল্পপতি ও সফল ব্যক্তি হিসেবে দুনিয়াজুড়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের খ্যাতি রয়েছে। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তিনি। বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছেনগড়েছেন স্বাধীন বাংলাদেশ। তার স্বপ্নের বাস্তবায়ন হিসেবে অনেক শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক, দৈনিক যুগান্তরযমুনা টেলিভিশন এখন সারা দেশে সেবা দিচ্ছে

দোয়া মাহফিলে অংশ নেন- মাওলানা মুফতি মশিউর রহমান, শিক্ষক মোহাম্মদ আল আমীন, মাওলানা মানিক মিয়া, হায়দার ইসলাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম