Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:১২ পিএম

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মো. মুজিবুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ নিয়ে গত দেড় মাসে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

মৃত মুজিবুর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা। তিনি ডায়াবেটিস ও নিউমোনিয়াতে ভুগছিলেন বলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তিনজনই নগরীর শেভরন ডায়াগনস্টিকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। চট্টগ্রামে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৯৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন নগরীর, ৪ জন বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুজিবুর করোনার পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিন দিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম