Logo
Logo
×

সারাদেশ

নুরুল ইসলামের অবদান দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম

নুরুল ইসলামের অবদান দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন বলেই তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং দেশ স্বাধীনের পর দেশের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে আজীবন কাজ করে গেছেন। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তিনি যেভাবে দেশকে স্বনির্ভর করার চেষ্টা চালিয়েছেন, পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে গেছেন। শুধু তাই নয়, দেশের নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা তুলে ধরতে তিনি দৈনিক যুগান্তর প্রতিষ্ঠা করেছেন। তার এসব অবদান দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

 

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২১ জুলাই) বিকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

দৈনিক যুগান্তরের দিনাজপুর প্রতিনিধি একরাম তালুকদারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর দিনাজপুর প্রতিনিধি রোস্তম আলী মণ্ডল, দৈনিক করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, নিউজ ২৪-এর দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, দৈনিক সমকালের দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি, নাগরিক টিভির প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক যুগান্তরের বীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, বিরল প্রতিনিধি আতিউর রহমান, সিনিয়র সাংবাদিক সালাহউদ্দীন আহমেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, এএসএম শীষনবী মণ্ডল, দিনাজপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজিদ আলম শিমুল, সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদেকুল ইসলাম শাহ।

ঘটনাপ্রবাহ: নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম